রাজু সাহানির গ্রেফতারির পর এলাকায় সিবিআই আতঙ্ক
চিটফান্ড কান্ডে হালিশহর পৌরসভার উপ পুরপ্রধান রাজু সাহানির গ্রেফতারের পর, কাঁচরাপাড়ায় রাজু ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় তাল্লাসী চলছে। শনিবার সিবিআই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যানের হালিশহরের বাড়িতেও সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছায়। অপরদিকে বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের মঙ্গলদীপের বাড়িতেও জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছায় সিবিআই আধিকারিকেরা।প্রসঙ্গত, শুক্রবার হালিশহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজু শাহানি কে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বর্ধমান সানমার্গ নামে এক চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয় বলে সুত্রের মারফত জানা যায়। এটাও জানাজায় যে, রাজু সাহানির ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৮০ লক্ষ টাকা। থাইল্যান্ডের একটি ব্যাংক একাউন্টেরও হদিশ মেলে।